December 24, 2025
News
প্রশিক্ষণ কর্মশালা
মাদ্রাসা অডিটোরিয়াম
৫ম ও ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা উপলক্ষে কক্ষ পর্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গতকাল ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার সকাল ১০ টা থেকে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৫ম ও ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে কক্ষ পর্যবেক্ষকদের নিয়ে জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ কার্যালয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ ও বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরী। দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কেন্দ্রের হল সুপার ও উপাধ্যক্ষ মাওলানা জাকের আহমদ সিদ্দিকী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মাওলানা মোহাম্মদ শফিউল ইসলাম।
কর্মশালায় কক্ষ পর্যবেক্ষকদের পরীক্ষার দায়িত্ব, নিয়মাবলি এবং শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়।
ইভেন্ট/নিউজে ফিরে যান